"যুবক আমি তোমাকে বলছি ওঠ" -ফাদার তিতুস মৃ
Collected photo |
নিস্ক্রিয়তা, অলসতা; পলায়নপর মানসিকতা; লুকিয়ে থাকা এগুলো যৌবনের লক্ষণ নয়। যাদের মধ্যে এই লক্ষণগুলো আছে তারা জীবনমৃত। তারা বেঁচে থেকেও মরে গেছে। তাদের দ্বারা কোন লাভ হয় না। হতাশাগ্রস্ত, অনুৎসাহী, স্বপ্নহীন যুবদের প্রতি প্রভু যীশুর আহ্বান যুবক আমি তোমাকে বলছি ওঠ (লুক: ৭:১৪)। প্রত্যেক যুবককে যীশু বলছেন: তুমি অনেক গুরুত্বপূর্ণ, তোমাকে তোমার পরিবারে প্রয়োজন আছে, মন্ডলীতে ও সমাজে প্রয়োজন আছে। তুমি হবে আনন্দের উৎস। ঘুমিয়ে থেকো না, মরার মত পড়ে থেকো না। জাগ্রত হও, উঠে দাড়াও, কাজে ব্রতী হও, আশার আলো সঞ্চার কর। যুবদের প্রতি এটা এক নতুন জীবনের আহ্বান, স্বপ্ন দেখার আহ্বান; নতুন চেতনার আহ্বান।
সক্রিয় হওয়ার মধ্য দিয়ে যুবরা গুরুত্বপূর্ণ ও আনন্দের উৎস হতে পারে। নিজের কাজ নিজে করে, দায়িত্ব পালন করে; ঠিকমত লেখাপড়া করে তারা নিজেদেরকে গড়ে তুলতে পারে। সুন্দর, সাস্থ্যবান; কর্মঠ; দায়িত্ববান ও আকর্ষনীয় যুবদের দেখলে কার না ভালো লাগে? প্রবল ইচ্ছাশক্তি, উচ্চাকাঙ্ক্ষা; ত্যাগস্বীকার ও ধর্মানুরাগ থাকলে নিজেকে সেভাবে তৈরী করা সম্ভব।
তুমি কি যুবক/যুবতী? তাহলে চ্যালেঞ্জ গ্রহণ করতে ভয় কিসের? জীবনে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। নিজেকে সঠিক ভাবে গড়ে তোলাও বড় একটা চ্যালেঞ্জ। আমাদের উন্নতির পথে অনেক বড় একটা চ্যালেঞ্জ হলো স্রােতের বিপরীতে চলা আর বিভিন্ন মন্দ আসক্তি এড়িয়ে যাওয়া। নিজেকে গড়া সম্ভব নয় যদি এই বাধাগুলোকে অতিক্রম করতে চেষ্টা না করা হয় । কঠোর পরিশ্রম, সাধনা ও সদুপদেশ গ্রহণ করলে যেকোন বাধা সহজে অতিক্রম করা যায়।
নিজেকে গড়ে তুলতে ভয় করো না। নিজেকে গড়তে হলে চাই সৎ সাহস, দৃঢ় মনোবল; বাঁধা অতিক্রমের ইচ্ছাশক্তি; মন্দ আসক্তিকে পরাজিত করার অদম্য ইচ্ছা ।
সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে বেঁচে থাকতে হবে। অলস, নিস্কর্মা; পরনির্ভরশীল; খামখেয়ালী মানুষদের কোন মর্যাদা থাকে না। যারা সংগ্রামী, পরিশ্রমী; তারাই মর্যাদা নিয়ে টিকে থাকে।
তোমার এবার কি করা উচিত?
“জ্বলে উঠ আপন শক্তিতে”। গা ঝাড়া দিয়ে উঠে দাড়াও। জাগ্রত হও আপন বৈশিষ্ট্যে। আবিষ্কার কর তোমার ভিতরের শক্তিকে, মেধা ও প্রতিভাকে। প্রতিদিন নিজেকে শানিত কর। একটা দিনও যেন বৃথা না যায়!
সচেতনতা আমাদেরকে দেখাতে পারে সমাধানের পথ। সম্রাট নেপোলিয়ন যেমন বলেন, পৃথিবীতে দু’টি শক্তি আছে, চেতনা ও তরবারি। অবশেষে চেতনাই জয় করে নেয় তরবারিকে। আসুন আমরা চেতনায় জাগ্রত হয়ে আমাদের জীবনকে পরিচালনা করি, সমাজকে উন্নত করি। নিজেরা সচেতন হই অন্যদের সচেতন করি।
No comments