Header Ads

BANGLADESH CATHOLIC STUDENTS' MOVEMENT (BCSM)
Mymensingh Diocese;
Bishop House, P.O Box no. 37, Bhatikashore, Mymensingh 2200
Email: bcsmmym3@gmail.com
Header ADS

আমার প্রথম ভালোবাসা-স্ক্রীয়া মারাক

আমার-প্রথম-ভালোবাসা

আমার প্রথম ভালোবাসা

আমার প্রথম ভালোবাসা তো সেই
যে আমাকে পৃথিবী দেখিয়েছে,

আমার প্রথম ভালোবাসা তো সেই
যে আমাকে কথা বলতে শিখিয়েছে।

আমার প্রথম ভালোবাসা তো সেই
যে আমাকে হাঁটতে শিখিয়েছে,
আমার প্রথম ভালোবাসা তো সেই
যে আমাকে প্রথম খাইয়ে দিয়েছিল।

আমার প্রথম ভালোবাসা তো সেই 
যে আমাকে অ-আ পড়তে শিখিয়েছে,
আমার প্রথম ভালোবাসা তো সেই
যে সবসময় আমার ভালো চায়।

আমার প্রথম ভালোবাসা তো সেই
যে আমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখে,
আমার প্রথম ভালোবাসা তো সেই
যে সবকিছু জেনেও আমার পাশেই থাকে।

সেই আমার প্রথম ভালোবাসা
আমার বাবা-মা, যাদের আমি কখনও
হারাতে বা কষ্ট দিতে চাই না ।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.