|
Group photo of Seminar |
গত ১১ অক্টোবর, ২০১৯
খ্রিস্টাব্দ শুক্রবার দরগাচালা খ্রিস্ট রাজার ধর্মপল্লীতে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের
নিয়ে একটি সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে ৮৭ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। সেমিনারটি খ্রিস্টযাগ এর মাধ্যমে শুরু হয়, খ্রিস্টযাগ
উৎসর্গ করেন খ্রিস্ট রাজা ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার সুনির্মল মৃ। সেমিনার এর শুরুতেই
ওয়াইসিএস সহভাগিতা করা হয় যেখানে ওয়াইসিএস এর পটভূমি, লক্ষ্য উদ্দেশ্য, কার্যক্রম ইত্যাদি
নিয়ে আলোচনা করা হয়। এনিমেটরদের সহায়তায় সহভাগিতার পর সেল পুণর্গঠন করা হয়। বর্তমান
সেল সংখ্যা ৫ টি।
|
Dorgachala Observation Unit, Mymensingh BCSM |
কলেজ ও বিশ্ববিদ্যালয়
পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে বিসিএসএম সহভাগিতা হয়, যেখানে বিসিএসএম এর ইতিহাস, লক্ষ্য,
উদ্দেশ্য কার্যক্রম নিয়ে সহভাগিতা করেন নিশান রেমা, প্রকাশনা বিষয়ক সম্পাদক, জাতীয়
কার্যনির্বাহী পরিষদ, বিসিএসএম। সহভাগিতার পর পালপুরোহিত ফাঃ সুনির্মিল মৃ (চ্যাপ্লেইন) এবং দুজন প্রতিনিধি অভি জেংচাম ও সৃষ্টি চাম্বুগং কে নিয়ে বিসিএসএম পর্যবেক্ষন ইউনিট
ঘোষণা করা হয়। দরগাচালা পর্যবেক্ষন ইউনিট আগামী ছয়মাস ময়মনসিংহ ধর্মপ্রদেশে পঞ্চম ইউনিট
হিসেবে বিসিএসএম এর কার্যক্রম চালিয়ে যাবে।
|
Chaplain and representatives of Dorgachala Obsevation BCSM unit |
দিনব্যাপী ওয়াইসিএস
ও বিসিএসএম এর সেমিনারে ধর্মপল্লীর পাল-পুরোহিত ফা: সুনির্মল মৃ, ব্রাদার ডেনিস রংদী,
সি: মিতা এসএমআরএ, টার্সিসিউস জেংচাম (যুব আহবায়ক, দরগাচালা ধর্মপল্লী), সংগীতা চাম্বুগং
(প্রাক্তন সদস্য, বিসিএসএম) এবং ধর্মপ্রদেশীয় যুবকমিশন থেকে সাইলেন হাজং (অফিস সহকারী,
ধর্মপ্রদেশীয় যুব কমিশন), তমাল চিরান (ধর্মপ্রদেশীয় প্রতিনিধি, বিসিএসএম), বালবিয়া
জেংচাম (ওয়াইসিএস এনিমেটর), দীনা ম্রং (ওয়াইসিএস এনিমেটর), চৈতী মানখিন (ওয়াইসিএস এনিমেটর)
উপস্থিত ছিলেন।
|
Cell meeting of YCS |
|
Add caption |
No comments