"জীবন যুদ্ধ" সুপনা Post HSC -2019
মানুষের জীবন একটা যুদ্ধক্ষেত্র
এতে পর সব আত্মীয়-স্বজন মিত্র
সেই জীবন যুদ্ধটা শুধুই একার
যেতেই হবে ওপারে, মেনে না নিয়ে হার ।
মানুষ মরণশীল এটা প্রচলিত
কেউ অমর নয়, মৃত্যু অবধারিত
লক্ষ্য স্থির করেই করতে হবে যুদ্ধ
জয়ী হতে চাইলে, খাঁটিতে হবে নিত্য।
জানা থাকলে কৌশল, মনে পাবে জোর
জয়ী হবে তুমি দেখবে নতুন ভোর
জীবন যুদ্ধে কখনো যদি যাও হেরে
মাটির দেহ তোমার লুটবে মাটিতে।
জীবন যুদ্ধে যদি, করতে চাও জয়
হাড়াতে হবে তবে, সবকিছুর ভয়।
No comments