স্বপ্ন
স্বপ্ন |
স্বপ্ন দেখে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন । জীবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এগিয়ে যেতে স্বপ্নের ভূমিকা অপরিসীম । এ পি জে আব্দুল কালাম বলেছিলেন “স্বপ্ন সেইটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখ, স্বপ্ন সেটাই যেটা তুমাকে ঘুমাতে দেয় না”। স্বপ্নকে আঁকড়ে ধরেই আমরা সামনের পথ চলতে শিখি । সপ্নতো সেইদিনই সত্যি হবে যেদিন কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছাতে পারবো । আমরা যদি বাস্তবতার সম্মুখীন হয়তে না পারি তাহলে অনেক কিছু শিখা থেকেই বঞ্চিত হব । সকল মানুষ সহজ পথে হাঁটতে চায় কিন্তু সেই পথে গেলে কি স্বপ্ন সত্যি হবে ? নাও হতে পারে, এর নিশ্চয়তা কে দিবে ? উত্তর খুঁজে পাওয়া দুষ্কর । সকল প্রকার অলসতা ছেড়ে কঠোর পরিশ্রম করার মাধ্দ্ধম সুন্দর জীবন গড়ে তোলা সম্ভব । আমাদের মাঝে নিজেকে ছোট মনে করার একটা প্রবণতা আছে যা কিছু কিছু সময় এগিয়ে যাওয়া থেকে আমাদেরকে টেনে রাখে । কোন কিছু করার পূর্বে অবশ্যই ভেবে নেওয়া উচিত যে কি ভাবে সামনের দিকে অগ্রসর হওয়া যায় । শুধু মাত্র কথা শুনে বা আনুচ্ছেদ পড়ে কোন কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আমরা সেটা কাজে করি । নিজের জীবনের লক্ষ্য সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে, তাহলেই কাজ করে ভাল ফল লাভ করা সম্ভব । সহজ পথে চলতে পারাটাও একটা দুর্বলতা । কেননা সহজ পথে চলতে গিয়ে চিন্তা করার ক্ষমতজা কমে যাই, জীবনটা অনেক সুখের হবে যদি বাস্তবে কাজে লাগানো সম্ভব হয় । মানুষ মাত্রই দুর্বল এটা মেনে নিয়েই বা এটাকে সাথে নিয়েই সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত । বাস্তব জীবনে কিছু করতে গেলেই মানুষ সমালোচনা করবে এটাই সত্যি তাই বলে কি থেমে থাকবো ? থাকবো না । যদি নিজের লক্ষ্যে অটল থাকতে পারি তাহলে কোন কিছু অর্জন করা কঠিন হবে না ।
No comments