Header Ads

BANGLADESH CATHOLIC STUDENTS' MOVEMENT (BCSM)
Mymensingh Diocese;
Bishop House, P.O Box no. 37, Bhatikashore, Mymensingh 2200
Email: bcsmmym3@gmail.com
Header ADS

শেষ হল যুব গঠন প্রশিক্ষণ-২০১৯

“মূল্যবোধে জীবন গঠন”এ মূসুরকে কেন্দ্র করে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের মিলনায়তনে আয়োজিত যুব গঠন প্রশিক্ষণ-২০১৯ শেষ হল। গান ও সার্বজনীন প্রার্থনার মধ্যে শুরু হয় প্রশিক্ষণের দ্বিতীয় দিন ।


দিনের শুরুতেই “মূল্যবোধে জীবন গঠন” এ বিষয়ের উপর সহভাগিতা করেন  কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক অপূর্ব রাফায়েল ম্রং ও বিশিষ্ট কবি ও লেখক মতেন্দ্র মানখিন। মি: ম্রং বলেন, “মূল্যবোধ ব্যক্তির সিদ্ধান্তকে প্রভাবিত করে, আমাদের প্রত্যেকেরই মূল্যবোধের চর্চার মাধ্যমে জীবন যাপন করা উচিত”।  তিনি মূল্যবোধকে সাধারণভাবে এবং মান্দি ভাষায় মূল্যবোধের বিভিন্ন উদাহরণ দিয়ে বাস্তবতা তুলে ধরেন।“ 

কবি মতেন্দ্র‍ মানখিন, মান্দি সংস্কৃতি চর্চার প্রয়োজনীয়তা ও উনার রচিত গান সম্পর্কে ধারণা প্রদান করেন ৷ 

“আমার পরিবার, আমার সমাজ ও আমার দায়িত্ব” সম্পর্কে সহভাগিতা করেন বিশিষ্ট কলামিস্ট সঞ্জীব দ্রং ও শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের সদস্য বিকসন নকরেক । সহভাগিতায় মি. নকরেক, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় বিভিন্ন দিক আলোচনা করেন। 

মি. দ্রং  অংশগ্রহণকারীদের ঊদ্দেশ্যে তিনি বলেন, “প্রত্যেকরই উচিত নিজস্ব স্বকীয়তা বজায় রেখে জীবনের লক্ষ্য অর্জন করা এবং কখনোই হাল ছেড়ে না দেয়া”।

যুব গঠন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিচালক অপূর্ব ম্রং, ময়মনসিংহ কারিতাস অঞ্চল, বিশিষ্ট কলামিস্ট সঞ্জীব দ্রং, কবি মতেন্দ্র মানখিন, ইন্টারন্যাশনাল মুভমেন্ট অব কাথলিক ষ্টুডেন্টস্ এর এশিয়া প্যাসিফিক (আইএমসিএস-এপি) সমন্বয়কারী উইলিয়াম নকরেক ও ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অরণ্য চিরান।

1 comment:

  1. অসাধারণ একটা প্রোগ্রাম ছিল নিজেদের মূল্যবোধ গঠনের জন্য

    ReplyDelete

Theme images by 5ugarless. Powered by Blogger.