সেরা ৭জন তরুণ শিল্পী বাছাইয়ের মধ্য দিয়ে শেষ হলো “রিঙবো আচিক বিসারাং” প্রতিযোগিতা-২০১৯
গারো তরুণ শিল্পী ও মৌলিক গানের অন্বেষনে “রিঙবো আচিক বিসারাং” শীর্ষক সঙ্গীত প্রতিযোগিতা-২০১৯ সেরা ৭জন তরুণ শিল্পী বাছাইয়ের মধ্য দিয়ে শেষ হলো । ১৪ই জুন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার আয়োজন করেন কারিতাস ময়মনসিংহ অঞ্চল ও খ্রেং'আ । বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৭ জন প্রতিযোগী বিভিন্ন গীতিকার ও সুরকার এর মৌলিক গান পরিবেশন করেন।
বিচারকের আসনে ছিলেন মান্দিদের কবিগুরু মতেন্দ্র মানখিন, সংগীত শিল্পী টগর দ্রং, সুরকার ও সংগীত শিল্পী যাদু রিছিল এবং রবীন্দ্র সংগীতশিল্পী রুমঝুম বিজয়া রিছিল।
বিচারকদের সংগে বিজয়ীরা |
প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক অপূর্ব রাফায়েল ম্রং, বিশিষ্ট কলামিস্ট সঞ্জীব দ্রং, ময়মনসিংহ গারো নকমাপরিষদ এর নকমা দিপু রেমা, ময়মনসিংহ ক্যাথেড্রাল প্যারিশ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান লুটাস চিসিম, সাধারণ সম্পাদক ছোটন স্কু ও ইন্টারন্যাশনাল মুভমেন্ট অব কাথলিক স্টুডেন্টস্ এর এশিয়া প্যাসিফিকের সমন্বয়কারী উইলিয়াম নকরেকসহ ময়মনসিংহ শহরের মান্দি নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজয়ীরা |
আসন্ন ওয়ানগালাতে সেরা সাতজনকে নিয়ে মৌলিক গানের অ্যালবাম প্রকাশ করা হবে জানান আয়োজকবৃন্দ।
শিল্পী, সুরকার জাদু রিছিল ও ময়মনসিংহ কারিতাস এর আঞ্চলিক পরিচালক অপূর্ব ম্রং |
সেরা সাতজন হলেন-
• আদিত্য মৃ
• সবুজ মাজি
• চৈতী মানখিন
• স্নিগ্ধা থিগিদি
• ফ্রিংনাম হাগিদক
• নেমসি মৃ
• দুর্জয় চাম্বুগং
আদিত্য মৃ কারিতাস ময়মনসিংহ এর আঞ্চলিক পরিচালক অপূর্ব ম্রং এর কাছ থেকে ক্রেস্ট নিচ্ছেন |
সবুজ মাজি কার্তিরোশ চিরানের হাত থেকে এর কাছ থেকে ক্রেস্ট নিচ্ছেন |
ফ্রিংনাম হাগিদক , রুমঝুম বিজয়া রিছিলের কাছ থেকে ক্রেস্ট নিচ্ছেন |
দুর্জয় নকরেক, দীপু রেমার কাছ থেকে ক্রেস্ট নিচ্ছেন
নেমসি মৃ, কবি মতেন্দ্র মানখিনের কাছ থেকে ক্রেস্ট নিচ্ছেন |
চৈতি মানখিন, টগর দ্রং এর কাছ থেকে ক্রেস্ট নিচ্ছেন |
স্নিগ্ধা থিগিদী, লুটাস চিসিম এর কাছ থেকে ক্রেস্ট নিচ্ছেন |
বিচারকমন্ডলী ও অথিতিবৃন্দেরা সেরা সাতজনের হাতে ক্রেস্ট তুলে দেয়ার মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি হয়।
No comments