“অনুপ্রেরণা” -বালবিয়া জেংচাম
ঠিক যেভাবে অনুপ্রাণিত হয়েছিলাম
ডানা ভাঙা একটি পাখির
আকাশে উড়ার আপ্রাণ চেষ্টা দেখে
ক্ষুধার জ্বালায় চুরি করে ধরা পড়া
এক পথশিশুর কান্না দেখে।
নিরুদ্দেশ এক পাগলের
স্বাধীনতার কথা ভেবে
ছিন্নমূল হয়ে পড়া
বৃদ্ধাশ্রমবাসীর একাকীত্ব ভেবে।
মৃত্যুর দিন গুনতে থাকা
এক ক্যান্সার রোগীর
প্রাণোজ্জ্বল হাসির দিকে চেয়ে
সত্যবাদী এক সাংবাদিকের
কয়েক টুকরো লাশের দিকে চেয়ে।
একটি পত্রিকা পড়ে যেখানে বাস কন্ট্রাক্টরের
সাফল্যের গল্প লেখা ছিল
যৌতুকের দায়ে এসিডে আক্রান্ত
এক অদম্য সাহসী নারীর
উঠে দাড়ানোর রহস্য দেয়া ছিল।
আমি স্বপ্নের সাথে
স্বপ্নের মেলবন্ধন চাই
যেখানে আমাদের সবার
গন্তব্য হবে একটাই
বিচ্ছিন্ন হবে না কেউ
ধ্বংস হবে না কোন কিছু
আগন্তক থেকে প্রিয়জন
ভেদাভেদ থাকবে না কারো
অযুত মতের পৃথিবী
একমতাদর্শ হবে
অন্ধকারের সবকিছু
আলোকিত হবে
আমরা মানবতার মানুষ হব
নতুন এক মানবিকতার জন্ম দিব।
No comments