Header Ads

BANGLADESH CATHOLIC STUDENTS' MOVEMENT (BCSM)
Mymensingh Diocese;
Bishop House, P.O Box no. 37, Bhatikashore, Mymensingh 2200
Email: bcsmmym3@gmail.com
Header ADS

আচিক মৌলিক গানের খোঁজে ময়মনসিংহ কারিতাস এর প্রতিযোগিতার আয়োজন

‘রি’ঙবো আ’চিক বি’সারাং’ শিরোনামে কারিতাস ময়মনসিংহ অঞ্চল ও সাংস্কৃতিক সংগঠন খ্রেংনার যৌথ আয়োজনে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ১৪ জুন ২০১৯ইং, রোজ: শুক্রবার, বিকাল ২.০০ ঘটিকায়, কারিতাস ময়মনসিংহ অফিস মিলনায়তনে আচিক মৌলিক গানের খোজে  এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

আয়োজকদের সাথে কথা বলে জানা যায়, এ প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য আচিক নতুন মৌলিক গানের সন্ধান ও অ্যালবাম আকারে প্রকাশ করা। প্রতিযোগিতায় সাত বিজয়ীর আচিক গান চলতি বছরের ওয়ানগালায় প্রকাশ হবে। 


প্রতিযোগিতায় অংশগ্রহণের শর্ত ও নিয়মাবলিঃ
ক) গানটি অবশ্যই আচিক গান হতে হবে (আওয়ে, আবেং, মিগাম, দুয়াল, চিবক, আত্তং যেকোন হতে পারে)।
খ) মৌলিক গান হতে হবে। আগে কোথাও ব্যাবহার হয়নি এমন গান। (লেখা ও সুর নিজের অথবা যে কারোর হতে পারে)।
গ) প্রতিযোগীর বয়সসীমা সর্বোচ্চ ৩৫।
ঘ) এই প্রতিযোগিতা থেকে বিজ্ঞ বিচারকদের বাছাইকৃত সাতটি গান অ্যালবামবদ্ধ করা হবে।
ঙ) বাছাইকৃত ৭টি গান নিয়ে অ্যালবাম করা হবে সেহেতু অ্যালবাম প্রকাশের পুর্বে গানগুলো অন্য কোথাও প্রকাশ করা যাবে না।
চ) অনুষ্ঠান চলার আগেই গানের কথা স্পষ্ট লিখিত আকারে জমা দিতে হবে।
ছ) বিচারকদের রায় চূড়ান্ত বলে গণ্য হবে।
জ) প্রয়োজনে প্রতিযোগী এক বা একাধিক মিউজিশিয়ান নিয়ে অংশগ্রহন করতে পারবে। প্রতিযোগীদের জন্য নির্ধারিত দামা, তবলা, হারমোনিয়াম, একুস্টিক গিটার ও কাজন দেয়া থাকবে। এর বাইরে যদি কোন বাদ্যযন্ত্র ব্যবহারের প্রয়োজন পড়ে তবে নিজ দায়িত্বে নিয়ে আসতে হবে।
ঝ) ব্যক্তি, ডুয়েট বা দল/ব্যান্ড আকারেও অংশগ্রহন করতে পারবে।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.