Header Ads

BANGLADESH CATHOLIC STUDENTS' MOVEMENT (BCSM)
Mymensingh Diocese;
Bishop House, P.O Box no. 37, Bhatikashore, Mymensingh 2200
Email: bcsmmym3@gmail.com
Header ADS

শুরু হলো দু'দিনব্যাপী যুব গঠন প্রশিক্ষণ

'মূল্যবোধে জীবন গঠন' এ মূলসুরকে কেন্দ্র করে শুরু হলো দু'দিনব্যাপী যুব গঠন প্রশিক্ষণ। ১৩-১৪ জুন ২০১৯ খ্রিস্টাব্দ ময়মনসিংহ কারিতাস মিলনায়তনে  ফরমেশন অব ইয়ুথ অ্যান্ড টিচার্স প্রকল্পের সহযোগিতায় কারিতাস ময়মনসিংহ, ধর্মপ্রদেশীয় যুব কমিশন, ময়মনসিংহ বিসিএসএম ও মিকরাকবো এ প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণে ময়মনসিংহ শহরে অধ্যয়রত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নার্স ও যুবক যুবতীরা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে। বিসিএসএম'র জাতীয় কার্যনির্বাহী পরিষদের প্রকাশনা বিষয়ক সম্পাদক নিশান রেমার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক অপূর্ব ম্রং, ময়মনসিংহ নকমা পরিষদের নকমা দীপু রেমা ও মিকরাকবোর পরিচালক সুপার চিসিম প্রমুখ উপস্থিত ছিলেন।  

অর্ধবেলা প্রশিক্ষণে 'জীবন দক্ষতা' এ বিষয়ে সহভাগিতা করেন ছবি ম্রং। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতার এ সময়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে না পারলে জীবনে সফল হওয়া কঠিন। 'বর্তমান বাস্তবতা ও যুব সমাজের করণীয়' এ বিষয়ের উপর নাটিকার মাধ্যমে বর্তমান বাস্তবতার জীবনমুখী বিভিন্ন শিক্ষনীয় বিষয় তুলে ধরে মিকরাকবোর সেচ্ছাসেবকরা।
রাতের আহারের মধ্য দিয়ে শেষ হয় প্রথমদিনের কার্যক্রম। অনুষ্ঠানের দ্বিতীয়দিন ১৪ জুন, 'মূল্যবোধে জীবন গঠন' এ বিষয়ের উপর সহভাগিতা করবেন ময়মনসিংহ কারিতাস এর আঞ্চলিক পরিচালক অপূর্ব ম্রং। এছাড়া 'আমার পরিবার, আমার সমাজ ও আমার দায়িত্ব' এ বিষয়ের উপর আলোকপাত করবেন আদিবাসী নেতা, বিশিস্ট কলামিস্ট সঞ্জীব দ্রং ও শোলাকুড়ি ইউপি সদস্য বিকশন নকরেক।  

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.