“লক্ষ্যবিহীন পথিক ”
“লক্ষ্যবিহীন পথিক”
বালবিয়া জেংছাম ।।
এই জগতে কেউবা আপন
কেউবা পর বোঝা বড় দায়,
অনাকাঙ্ক্ষিত স্বপ্ন নিয়ে
চলছি সাথে সঙ্গে করে,
যাব কোথায় হে পথিক
বলতে পারো আমায়?
হাটছি আমি অন্ধের মতো হয়ে
ক্লান্ত আমি লক্ষ্যবিহীন চলতে গিয়ে,
হারিয়ে যাবে সবকিছু , ফিরে কি পাবো আমায়?
স্বপ্ন ছিলো হব আকাশের মতো
হৃদয় হবে মাদার তেরেজার মতো
জ্ঞানের ভান্ডার সীমিত,
বাস্তবতা বড়ই বিচিত্র।
keep it up ,..all the best
ReplyDelete