নেই কোনো উচ্ছ্বাস, নেই আনন্দ নেই কোনো আঘাত, নেই দুঃখ। চোখজোড়া ডুবে আছে কল্পনার দৃশ্যে অনুভবে শিহরণ, মৃদু হাওয়া বইছে। মিষ্টি রোদের প্রতিফলন পাতার প্রতিটি শিরায় অদূরে শোনা যায়- স্বপ্ন ডাকছে শুয়ে আছো ? এই নির্জনতায় তোমার অস্তিত্ব বাজছে দৈব বাদ্য।
No comments