জাতীয় কবি কাজী নজররুল ইসলাম বিশ্ববিদ্যালয় ইউনিটে বিসিএসএম সহভাগিতা ও পরিদর্শন
Binoy Nokrek, Representative, JKKNIU BCSM:
"Stand ye in holy place and do not move away."
বর্তমান জগৎ, জীবন ও প্রকৃতিকে বাস্তবনিষ্ঠ ও যথাযথরূপে চিত্রিত করতে হলে যুবসমাজকে নেতিবাচক সমালোচনার পরিবর্তে বস্তুজগতের বহিরঙ্গের বিশ্বাসযোগ্য কর্মসাধনে এগিয়ে আসতে হবে।
সারা বিশ্বে চলমান প্রতিযোগিতায় দৃশ্যমান চ্যালেঞ্জসমূহ থেকে বেরিয়ে এসে নেতৃত্ব বিকাশে বিসিএসএম একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।আমরা বিসিএসএম পরিবার নিজেদের আত্মগঠনের পাশাপাশি পরিবার- সমাজ- ধর্মপল্লী- ধর্মপ্রদেশ তথা দেশে শান্তি ও ন্যায্যতা স্থাপনে কাজ করে যাচ্ছি।
বক্তব্য প্রদানের সময় মি. নিশান রেমা বলেন, "নিজ গন্ডির মধ্যে আবদ্ধ না থেকে প্রত্যেকে স্ব- স্বঅবস্থানে থেকে নেতৃত্ব প্রদানের মধ্য দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যেন সমাজের জন্য অবদান রাখি। সকলের অংশগ্রহণে মুক্ত আলোচনা ও হালকা জল খাবারের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয়।
No comments