Header Ads

BANGLADESH CATHOLIC STUDENTS' MOVEMENT (BCSM)
Mymensingh Diocese;
Bishop House, P.O Box no. 37, Bhatikashore, Mymensingh 2200
Email: bcsmmym3@gmail.com
Header ADS

শেষ হল ময়মনসিংহ ধর্মপ্রদেশীয় ছাত্র সম্মেলন ও পূর্ণমিলন-২০১৮



প্রতি বছরের ন্যায় এই বছরও ময়মনসিংহ বিসিএসএম’র আয়োজনে শেষ হল ধর্মপ্রদেশীয় ছাত্র সম্মেলন ও পূর্ণমিলণ। “আন্ত:ধর্মীয় সংলাপ ও আন্ত:মান্ডলিক ঐক্য/শান্তি প্রতিষ্ঠায় যুব সমাজ” এই মূলসুরকে কেন্দ্র করে ১৩-১৫ ডিসেম্বর, ২০১৮ খ্রিস্টাব্দ পালকীয় সামাজিক সেবা কেন্দ্র, ভাটিকাশর, ময়মনসিংহে অনুষ্ঠিত হয়।





সম্মেলনে ১৪ই ডিসেম্বর সারাদিন বিসিএসএম’র প্রাক্তন ধর্মপ্রদেশীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা তাদের সেই সময়কার পরিস্থিতির বিষয়ে সহভাগিতা করেন এবং বিভিন্ন বিষয়ে দিকনিদের্শনা প্রদান করেন। বিসিএসএম’র সামনের দিনগুলোতে সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলেও আশ্বাস দেন।
ধর্মপ্রদেশীয় ছাত্র সম্মেলন এর শুভ উদ্বোধন ঘোষণা করেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের যুব-সমন্বয়কারী শ্রদ্ধেয় ফাদার বিজন কুবি। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তোমাদের দিকেই তাকিয়ে আছে আমাদের মন্ডলী ও সমাজ। তোমরাই আগামীতে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ সমাজ ও দেশ গড়ে তুলবে সেই আশা ও প্রত্যাশা করি। সম্মেলনে ময়মনসিংহ ধর্মপ্রদেশীয় বিসিএসএম এর ভাটিকাশর, ঢাকুয়া ও বিড়ইডাকুনি এই তিনটি ইউনিট সহ বিভিন্ন ধর্মপল্লি থেকে আমন্ত্রিত ৬৫ জন যুব প্রতিনিধি অংশগ্রহণ করে।

সম্মেলনে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাদার গিউম, তেইজে ব্রাদার, মি. আলেক্সিউস চিছাম,জাতীয় সমন্বয়কারী, আইএলও- বাংলাদেশ, মিসেস সুবর্ণা পলি দ্রং, নির্বাহী পরিচালক, শান্তিমিত্র সমাজ কল্যান সংস্থা, মি. উইলিয়াম নকরেক, সভাপতি,বিসিএসএম,প্যাট্রিক দৃশ্য পিউরিফিকেশন, সাধারণ সম্পাদক, বিসিএসএম ও নিশান রেমা, প্রতিনিধি, ময়মনসিংহ ধর্মপ্রদেশীয় বিসিএসএম, মিস সংগীতা চাম্বুগং প্রমূখ। বক্তাগণ তাদের জীবন অভিজ্ঞতার ভিত্তিতে বর্তমান বাস্তবতার আলোকে সহভাগিতা করেন যা অংশগ্রহণকারীদের আত্মসচেতন, আত্ম-প্রত্যয়, পারস্পরিক সম্প্রীতি, আত্মিক উদ্দিপনা ও প্রতিভা বিকাশে সাহায্য করবে। সম্মেলনের সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দু’জন উপ সচিব হেমন্ত হেনরী কুবি, জনপ্রশাসন মন্ত্রণালয় ও ব্রেঞ্জন চাম্বুগং, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট পরিদর্শন করেন।

সম্মেলনের শেষে, ময়মনসিংহ বিসিএসএম’র ধর্মপ্রদেশীয় প্রতিনিধি মি. নিশান রেমা ধর্মপ্রদেশীয় ছাত্র সম্মেলন ও পূণর্মিলনী-২০১৮ খ্রি: সফল করতে যে সকল স্বেচ্ছাসেবক-সেবিকা এবং উপকারী বন্ধুগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে ধর্মপ্রদেশীয় ছাত্র সম্মেলন ও  পূণর্মিলনী-২০১৮  খ্রিস্টাব্দের সমাপ্তি ঘোষণা করেন। 

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.