শেষ হল ময়মনসিংহ ধর্মপ্রদেশীয় ছাত্র সম্মেলন ও পূর্ণমিলন-২০১৮
প্রতি বছরের ন্যায় এই বছরও ময়মনসিংহ বিসিএসএম’র আয়োজনে শেষ হল ধর্মপ্রদেশীয় ছাত্র সম্মেলন ও পূর্ণমিলণ। “আন্ত:ধর্মীয় সংলাপ ও আন্ত:মান্ডলিক ঐক্য/শান্তি প্রতিষ্ঠায় যুব সমাজ” এই মূলসুরকে কেন্দ্র করে ১৩-১৫ ডিসেম্বর, ২০১৮ খ্রিস্টাব্দ পালকীয় সামাজিক সেবা কেন্দ্র, ভাটিকাশর, ময়মনসিংহে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ১৪ই ডিসেম্বর সারাদিন বিসিএসএম’র প্রাক্তন ধর্মপ্রদেশীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা তাদের সেই সময়কার পরিস্থিতির বিষয়ে সহভাগিতা করেন এবং বিভিন্ন বিষয়ে দিকনিদের্শনা প্রদান করেন। বিসিএসএম’র সামনের দিনগুলোতে সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলেও আশ্বাস দেন।
ধর্মপ্রদেশীয় ছাত্র সম্মেলন এর শুভ উদ্বোধন ঘোষণা করেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের যুব-সমন্বয়কারী শ্রদ্ধেয় ফাদার বিজন কুবি। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তোমাদের দিকেই তাকিয়ে আছে আমাদের মন্ডলী ও সমাজ। তোমরাই আগামীতে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ সমাজ ও দেশ গড়ে তুলবে সেই আশা ও প্রত্যাশা করি। সম্মেলনে ময়মনসিংহ ধর্মপ্রদেশীয় বিসিএসএম এর ভাটিকাশর, ঢাকুয়া ও বিড়ইডাকুনি এই তিনটি ইউনিট সহ বিভিন্ন ধর্মপল্লি থেকে আমন্ত্রিত ৬৫ জন যুব প্রতিনিধি অংশগ্রহণ করে।
সম্মেলনের শেষে, ময়মনসিংহ বিসিএসএম’র ধর্মপ্রদেশীয় প্রতিনিধি মি. নিশান রেমা ধর্মপ্রদেশীয় ছাত্র সম্মেলন ও পূণর্মিলনী-২০১৮ খ্রি: সফল করতে যে সকল স্বেচ্ছাসেবক-সেবিকা এবং উপকারী বন্ধুগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে ধর্মপ্রদেশীয় ছাত্র সম্মেলন ও পূণর্মিলনী-২০১৮ খ্রিস্টাব্দের সমাপ্তি ঘোষণা করেন।
No comments