বিড়ইডাকুনী বিসিএসএম ইউনিটের চ্যাপলেইন ফাদার টুয়েস বার্নাড নকরেক'র উচ্চতর শিক্ষার জন্য রোম যাত্রা
ফাদার টুয়েস বার্নাড নকরেক উচ্চতর শিক্ষার জন্য আজ ২৬ জুন ২০১৯ খ্রিস্টাব্দ রাতে ইতালি, রোম'র উদ্দেশ্যে যাত্রা করবেন। তিনি বাংলাদেশ কাথলিক ষ্টুডেন্টস্ মুভমন্ট (বিসিএসএম), বিড়ইডাকুনী ইউনিটের চ্যাপলেইন হিসেবে ২০১৬-১৯ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার দিকনির্দেশনা, পরার্মশ ও খ্রিস্টিয় নেতৃত্বে বিড়ইডাকুনী বিসিএসএম অনেকদূর এগিয়েছে । আমরা ফাদার টুয়েসের কাছে কৃতজ্ঞ।
ফাদার টুয়েসের রোমে শিক্ষাজীবন সাফল্যেরসহিত শেষ হোক সেই শুভ কামনা রইলো। ফিরে এসে আবারো যুবাদেরকে পরার্মশ ও দিকনিদের্শনা প্রদান করবেন সেই আশা এবং প্রত্যাশা রইলো।
বাম থেকে- মান্দতিদের বিখ্যাত অভিনেতা রনি সাংমা, ফাদার টুয়েস ও শিল্পী গীতিকার ফাদার জিমার্ট |
শুভ কামনা ও প্রার্থনা রইলো ফাদার!
ময়মনসিংহ বিসিএসএম পরিবার ...
No comments