Header Ads

BANGLADESH CATHOLIC STUDENTS' MOVEMENT (BCSM)
Mymensingh Diocese;
Bishop House, P.O Box no. 37, Bhatikashore, Mymensingh 2200
Email: bcsmmym3@gmail.com
Header ADS

রি'ঙবো আচিক বি'সারাং প্রতিযোগিতায় সেরা সাতের চারজনই বিসিএসএম'র সদস্য

ময়মনসিংহ কারিতাস আঞ্চলিক মিলনায়তনে ১৪ই জুন, ২০১৯ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত “রি'ঙবো আচিক বি'সারাং” শীর্ষক গারো মৌলিক গান ও সংগীতশিল্পীর অন্বেষনে প্রতিযোগিতায় সেরা ৭জনের ৪জনই ময়মনসিংহ বিসিএসএম এর সদস্য। 

প্রতিযোগিতাটি কারিতাস ময়মনসিংহ অঞ্চল ও খ্রেং'আ সাংস্কৃতিক সংগঠন যৌথভাবে আয়োজন করেন। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান হতে ১৭ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। যার মধ্য থেকে সেরা সাত শিল্পীকে নির্বাচিত করা হয়। সেরা সাতের মধ্যে বাংলাদেশ কাথলিক ষ্টুডেন্টস'স মুভমেন্ট (বিসিএসএম), ময়মনসিংহের  ৪ জন প্রতিযোগী নির্বাচিত হয়।  নির্বাচিত প্রতিযোগিরা হলেন চৈতী মানখিন, ফ্রিংনাম হাগিদক, দুর্জয় চাম্বুগং ও স্নিগ্ধা থিগিদি। অন্য তিনজন হলেন আদিত্য মৃ, সবুজ মাজি ও নেমসি মৃ। 

উল্লেখ্য যে আগামী ওয়ানগালাতে সেরা সাতজনের মৌলিক গান নিয়ে এলবাম প্রকাশ করা হবে।

আমরা বিসিএসএম পরিবার নির্বাচিতদের উত্তরোত্তর সাফল্য কামনা করি৷ 

শুভেচ্ছান্তে,
ময়মনসিংহ বিসিএসএম পরিবার 


No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.